নারী বিশ্বকাপ কাবাডি খেলতে আসেনি আর্জেন্টিনা। ভিসা জটিলতা দেখিয়েছে তারা। শক্তিশালী পাকিস্তান ছিল স্ট্যান্ডবাই। কিন্তু দল গড়তে পারেনি বলে তারাও আসেনি। কেন আসেনি তারা? সেই বল আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের (আইকেএফ) কের্টে ঠেলে দিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। শনিবার কাবাডি ফেডারেশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন আমাদের ১৪টি দেশ চূড়ান্ত এবং দুটি দেশ পোল্যান্ড ও পাকিস্তানকে স্ট্যান্ডবাই রেখেছিল। সেই ১৪ দেশের মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা আসছে না। এদের পরিবর্তে স্ট্যান্ডবাই হিসেবে পাকিস্তান ও পোল্যান্ডের খেলার সুযোগ ছিল। পাকিস্তান আসবে না, পোল্যান্ড আসছে। আসলে এগুলো সবই দেখছে আইকেএফ।’
সবশেষ নারী বিশ্বকাপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। এবার পদক জিতে র্যাঙ্কিংয়ে এগোতে চায়। সে কারণেই আয়োজক লাল-সবুজের এই দেশ। তবে স্বাগতিক বাংলাদেশের পদক স্বপ্নে বাগড়া দিতে পারে ভারত, ইরান, চায়নিজ তাইপে, নেপাল ও থাইল্যান্ড। এরাই এখন বিশ্ব কাবাডির বড় শক্তি। বিশ^কাপ উপলক্ষে দুজনকে স্ট্যান্ডবাই রেখে ২১ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ। কিন্তু দল ঘোষণার সময় অধিনায়ক, কোচ কেউই উপস্থিত ছিলেন না। তাই মিডিয়া সরাসরি প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কিছুই জানতে পারেনি। আজ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিকেলে যমুনায় ১১ দলের অধিনায়কদের সঙ্গে নিয়ে ট্রফি উন্মোচন হবে।
বাংলাদেশ গত কয়েক বছর আন্তর্জাতিক কাবাডি আয়োজন করেছে। সেখানে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও রয়েছে। এর পরও অনেক প্রতিপক্ষ আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলে। বিশ^কাপের মতো আসরে আম্পায়ারিংয়ের নিরপেক্ষতা নিয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দেশের ১২ জনসহ আন্তর্জাতিক আম্পায়ার থাকবেন কয়েকজন। ভারতের আম্পায়ারিংয়ের মান ভালো, সেখান থেকেও বেশ কয়েকজন আম্পায়ার আসছেন।’ তবে অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক মানের রেফারি থাকা সত্ত্বেও নেওয়াজ সোহাগ তার পছন্দের কম অভিজ্ঞতাপূর্ণ রেফারিদের বিশ্বকাপে অন্তর্র্ভুক্ত করেছেন।
বিশ্বকাপে বাংলাদেশ দল: শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ^াস, রূপালী আক্তার (অধিনায়ক), স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রূপালী আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান ও তাহরিম। কোচÑ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন