রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০১:৪২ এএম

অস্ট্রেলিয়ান ফুটবলারকে নিয়েই দল গড়ল ভারত

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০১:৪২ এএম

অস্ট্রেলিয়ান ফুটবলারকে  নিয়েই দল গড়ল ভারত

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য অস্ট্রেলিয়ান ফুটবলার রায়ান উইলিয়ামসকে নিয়েই দল গঠন করল ভারত। সম্প্রতি দেওয়ান হামজা চৌধুরী, শমিত সোম, ফাহামিদুল, জায়ান এবং সর্বশেষ কিউবা মিচেলদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে দল গড়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশের দেখানো পথে হাঁটল ভারতও। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে স্কোয়াডে ডাকা হয়েছে অস্ট্রেলিয়ার প্রবাসী ফুটবলার উইলিয়ামসকে। তার খেলা এখনো নিশ্চিত নয়। এই ফুটবলারের অন্তর্ভুক্তি নির্ভর করছে ফুটবল অস্ট্রেলিয়া থেকে এনওসি এবং এরপর ফিফা ও এএফসি থেকে অনুমোদনের ওপর। আন্তর্জাতিক ফুটবলে বিভিন্ন দেশের ফেডারেশনের আওতাধীন খেলোয়াড়দের ক্ষেত্রে এই অনুমোদন প্রক্রিয়া বাধ্যতামূলক। ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, উইলিয়ামস দলের সঙ্গে ঢাকায় ভ্রমণ করবেন।

কিন্তু প্রশাসনিক প্রক্রিয়া পূরণ হওয়ার আগে তাকে মাঠে নামানো যাবে না। বাংলাদেশের বিপক্ষে তাকে খেলানোর জন্য এরই মধ্যে আবেদন করে রেখেছে ভারত। আগামী ১৭ নভেম্বরের মধ্যে অনাপত্তিপত্র পেলে ঢাকার মাঠেই দেখা যেতে পারে তাকে। নয়তো আরও দীর্ঘায়িত হবে তার ভারত অভিষেকের অপেক্ষা। অবশ্য এরই মধ্যে ভারতের হয়ে ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তিনি। জন্মসূত্রে অস্ট্রেলিয়ান হলেও মায়ের দিক থেকে ভারতের নাগরিকত্ব আছে উইলিয়ামসের। আবার বাবার দিক থেকে ইংল্যান্ড ও ওয়েলসের হয়ে খেলার পথও খোলা ছিল তার। তবে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্তই নেন তিনি। তবে এরপর আর জাতীয় দলে সুযোগ হয়নি তার। তাই পরে ভারতের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। বাছাই পেরিয়ে অবশ্য মূল পর্বে খেলার সম্ভাবনা বাকি নেই ভারত বা বাংলাদেশের। চার ম্যাচ খেলে দুই দলই পেয়েছে মাত্র দুটি করে পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে সবার নিচে ভারত।

ভারত দল : গুরপ্রীত সিং সান্ধু, হৃত্বিক তিওয়ারি, সাহিল; আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিকাশ ইয়ুমনাম, হিমিংথান্মাওইয়া রালতে, জয় গুপ্তা, পরমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান; ব্রিশন ফার্নান্দেস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, মাকারতন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম; এডমুন্ড লালরিন্দিকা, লাল্লিয়াঞ্জুলা ছাংতে, মোহাম্মদ শানান, রহিম আলী, রায়ান উইলিয়ামস ও বিক্রম প্রতাপ সিং।

 

রূপালী বাংলাদেশ

Link copied!