পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি দিয়েছে দেশটির পার্লামেন্ট। সেনাপ্রধানকে এই নতুন ক্ষমতা দেওয়ার মাধ্যমে দেশকে স্বৈরতন্ত্রের দিকে ধাবিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সমালোচকরা। বিবিসির খবরে বলা হয়, পার্লামেন্টের সদস্যদের ভোটে গত বৃহস্পতিবার পাক সংবিধানে ২৭তম সংশোধনী আনা হয়। সেখানেই সেনাপ্রধান আসিম মুনিরকে সব ধরনের বিচারিক প্রক্রিয়া থেকে দায়মুক্তি দেওয়া হয়। এমপিদের ভোটে সাংবিধানিকভাবে এই ক্ষমতা পাওয়ায় দেশের শীর্ষ আদালতও আইনটিতে হস্তক্ষেপ করতে গেলে বাধার মুখে পড়বে। সংশোধনী অনুযায়ী, নভেম্বর ২০২২ থেকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা মুনির এখন নৌবাহিনী ও বিমানবাহিনীর তত্ত্বাবধান করবেন। তার ফিল্ড মার্শাল খেতাব ও সামরিক পোশাক আজীবন বহাল থাকবে। এমনকি আনুষ্ঠানিক অবসর নেওয়ার পরও তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরামর্শে নির্ধারিত ‘দায়িত্ব ও কর্তব্য’ পালন করবেন।অর্থাৎ তিনি আজীবন পাকিস্তানের রাজনীতি, সশস্ত্র বাহিনী ও জনজীবনে প্রভাবশালী ভূমিকা পালন করবেন। আইনের পক্ষে ভোট দেওয়া এমপিদের দাবি, সংশোধিত আইনে সশস্ত্র বাহিনীর কাঠামো ও প্রশাসনিক ব্যবস্থায় স্পষ্টতা নিশ্চিত করা হয়েছে। এতে আদালতে সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট অমীমাংসিত মামলার জট কমবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বরাতে দেশটির সরকারি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান জানিয়েছে, দিন দিন বিশ্ব যেভাবে সংঘাত ও যুদ্ধে জড়িয়ে পড়ছে, সে প্রেক্ষাপটে এই পরিবর্তন পাকিস্তানের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও উন্নত করার ‘বৃহত্তর সংস্কার পরিকল্পনার’ অংশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন