রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৩:৫৩ এএম

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট

পন্টিংয়ের পর মুশফিক, নতুন উচ্চতায় তাইজুল

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৩:৫৩ এএম

পন্টিংয়ের পর মুশফিক, নতুন উচ্চতায় তাইজুল

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নতুন রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। এই ম্যাচ খেলতে নেমেই প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার অনন্য রেকর্ড গড়েন মুশফিক। নিজের শততম টেস্টে সেঞ্চুরি ইনিংস হাঁকিয়ে আরেকটি রেকর্ড গড়ে ম্যাচটি রাঙিয়ে দিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এবার মুশফিকের নামের পাশে আরও একটি রেকর্ড যোগ হয়েছে। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের পর শততম টেস্টে দুই ইনিংসের একটিতে সেঞ্চুরি, আরেকটিতে পঞ্চাশোর্ধ্ব রান করার রেকর্ড গড়লেন মুশফিক। একই দিন বল হাতে নতুন উচ্চতায় পৌঁছে যান স্পিনার তাইজুল ইসলাম। বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসানকে ছাড়িয়ে এখন সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার বনে গেলেন তিনি।

মিরপুরে গতকাল টেস্টের চতুর্থ দিন পাঁচ শতাধিক রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা দেয় বাংলাদেশ। এই ইনিংসে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে নিজের শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও ন্যূনতম ফিফটি করলেন মুশফিক। এতদিন এই কীর্তিটা ছিল শুধু রিকি পন্টিংয়ের একার। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শততম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ১২০, এরপর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৪৩ রান করেছিলেন পন্টিং। শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যানও তিনি। ১৯ বছর পর দুই ইনিংসে সেঞ্চুরি ও ফিফটি করার রেকর্ড করে পন্টিংয়ের পাশে বসার সুযোগ অবশ্য পাননি মুশফিক। কারণ তিনি ৫৩ রানে অপরাজিত থাকতেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। সব মিলিয়ে শততম টেস্টে অন্তত সেঞ্চুরি করা ব্যাটসম্যান ১১ জন। এদের মধ্যে মুশফিকসহ চারজন দুই ইনিংসেই ব্যাট করেছেন। এর মধ্যে ইনজামাম উল হক দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ৩১ রান। আর জো রুট দ্বিতীয়বার করেন ৪০ রান। শততম টেস্টে সেঞ্চুরি করা বাকি সাত ব্যাটসম্যান হলেনÑ কলিন কাউড্রি, জাভেদ মিঁয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা ও ডেভিড ওয়ার্নার।

অন্যদিকে, বোলিংয়ে নেমে রেকর্ড গড়েন তাইজুল। প্রথম ইনিংসে সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করেছিলেন এই বাঁহাতি স্পিনার। এবার দ্বিতীয় ইনিংসে তিনি নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। আম্পায়ার আঙুল তুলতেই সতীর্থরা ছুটে এসে অভিনন্দন জানালেন তাইজুলকে। জটলার মধ্যে এই স্পিনারকে কোলে তুলে নিয়ে উঁচিয়ে ধরলেন মুশফিক। এই দৃশ্যটা তাইজুলের রেকর্ড হওয়ার সময়ের। এখন দেশের ক্রিকেটে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি। অবশ্য প্রথম ইনিংসেই তাইজুল চূড়ায় উঠেছিলেন। তবে সেখানে সঙ্গী ছিলেন সাকিব। দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট নিয়ে বাঁহাতি এই স্পিনার পেছনে ফেললেন দেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে। টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট এখন এককভাবে তাইজুলের। প্রথম ইনিংসের চার উইকেটে সাকিবের ২৪৬ রানের রেকর্ড স্পর্শ করেছিলেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে এলবিডব্লিউ করে তিনি ছাড়িয়ে যান সাকিবকে। আইরিশদের ৫০৯ রানের লক্ষ্য দিয়ে বোলিংয়ে নামে বাংলাদেশ। নতুন বলে আক্রমণে আসেন তাইজুল। কাক্সিক্ষত উইকেটের জন্য খুব বেশি অপেক্ষা তাকে করতে হয়নি। তৃতীয় ওভারেই দেখা পান সেই উইকেটের। জোরের ওপর করা ডেলিভারির গতির সঙ্গে তাল মেলাতে পারেননি বালবার্নি। তাইজুলের আবেদনে আম্পায়ারের আঙুল তুলে নেন। রিভিউ নিয়ে রক্ষা পাননি আইরিশ অধিনায়ক। দেশের সফলতম টেস্ট বোলার হওয়ার পর তার সামনেই এখন আরেকটি মাইলফলকের হাতছানি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেট ছুঁতে আরেক ধাপ এগিয়ে যান তিনি দ্রুতই। বালবার্নির পর ফিরিয়ে দেন পল স্টার্লিংকেও। সাকিবের ২৪৬ উইকেট ছিল ১২১ ইনিংসে। তাকে ছাড়িয়ে যেতে তাইজুলের লাগল ১৯ ইনিংস কম। তালিকায় এর পরই আছেন মেহেদী হাসান মিরাজ। মিরপুর টেস্টের শেষ ইনিংস শুরুর আগে তার উইকেট ৯৭ ইনিংসে ২০৯টি। শত উইকেটের ক্লাবে আছেন বাংলাদেশের আর কেবল মোহাম্মদ রফিক (১০০)। ২০০৯ সালে টেস্ট ক্যারিয়ার শেষ করা মাশরাফি বিন মুর্তজা ৭৮ উইকেট নিয়ে এখনো আছেন শীর্ষ পাঁচে।

রূপালী বাংলাদেশ

Link copied!