অন্তর্যামী
কুলসুম বিবি
বিধঘুটে আঁধারের বুকচিরে স্বপ্নেরা কুঁড়ি মেলে,
কত শত সীমানা পেরিয়ে অসীমের প্রান্তে।
সময়ের ফুঁড়ে ফুঁড়ে দিন ক্ষণ যায় ঘুরে,
নিরুপায় হয়ে মিনতির স্বরে ডাকি তোমারে।
স্বপ্নরা রোজ মরে নীরবে যায় ঝরেÑ
তবু আশার দুয়ার খুলে,
নিরাশার প্রদীপ নিভিয়ে রাখি।
তোমার আরশ তলে অসহায়ের ছায়া,
ভাবি দিবসযামী

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন