পটুয়াখালীর মহিপুরে ট্রলারের মাঝি শহিদুল ইসলাম হত্যা মামলার পলাতক প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী সোহেল ফকিরকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-৮। গত বুধবার গভীর রাতে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল ফকির উপজেলার পশ্চিম খাজুরা এলাকার মৃত আমজেদ আলী ফকিরের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ ডজনখানেক মামলা রয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, নিহত শহিদুল ইসলাম পেশায় ট্রলারের মাঝি ছিলেন। আসামিরা শহিদুলের ট্রলারের জেলে ইব্রাহিমের কাছে ২ হাজার ৪০০ টাকা পাওনা দাবি করলে তা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। গত ২৬ জুন খাজুরা আবাসনে নিজ ঘরের সামনে কাজ করার সময় শহিদুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় সোহেল ফকির ও তার সহযোগীরা। পরে তাকে কুয়াকাটা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন