বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৬:১৪ এএম

জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে নিয়োগ পেলেন ড. ফাহমিদা খাতুন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৬:১৪ এএম

জাতিসংঘের বিশেষজ্ঞ  প্যানেলে নিয়োগ পেলেন  ড. ফাহমিদা খাতুন

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জাতিসংঘ মহাসচিবের মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স (এমভিআই বা বহুমাত্রিক দুর্বলতা সূচক) সংক্রান্ত স্বাধীন বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। গতকাল বুধবার সিপিডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

১৫ সদস্যের এই প্যানেলে তিনি ব্যক্তিগত ক্ষমতায় দায়িত্ব পালন করবেন। উন্নয়ন নীতিনির্ধারণের বৈশি^ক আলোচনায় বাংলাদেশের সক্রিয় অবস্থানকে এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। প্যানেলে তিনি সূচকের প্রযুক্তিগত এবং নীতিমুখী উন্নয়নসহ সংশ্লিষ্ট কার্যপদ্ধতিতে অবদান রাখবেন।

এই বিশেষজ্ঞ প্যানেল এমভিআই সূচকের ভবিষ্যৎ উন্নয়ন, পদ্ধতিগত কাঠামো এবং বৈশি^ক নীতিমালায় এর প্রয়োগ সম্পর্কে পরামর্শ প্রদান করবে। পাশাপাশি তারা এমভিআই সচিবালয় এবং জাতিসংঘের পরিসংখ্যান কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে সূচকটি বৈজ্ঞানিকভাবে নির্ভরযোগ্য ও নীতিনির্ধারণে কার্যকর থাকে। জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলিউশন ৭৮/৩২২ অনুযায়ী প্যানেলটি প্রতি তিন বছর পর এমভিআই পর্যালোচনা করবে।

এছাড়া প্রয়োজন অনুযায়ী পদ্ধতিগত সংশোধনী সুপারিশ এবং উন্নয়নশীল দেশগুলোর দুর্বলতা হ্রাস ও স্থিতিস্থাপকতা বৃদ্ধির অগ্রগতি পর্যবেক্ষণও তাদের দায়িত্বের মধ্যে রয়েছে। জাতিসংঘ ব্যবস্থার বিভিন্ন সংস্থা এমভিআই যেভাবে প্রয়োগ করছে, সেই অভিজ্ঞতা পর্যালোচনার বিষয়টিও প্যানেল বিবেচনায় নেবে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক ঘোষিত এ বৈশি^ক বিশেষজ্ঞ প্যানেলে ড. ফাহমিদা খাতুনের অন্তর্ভুক্তি এমভিআইর প্রযুক্তিগত ভিত্তি সুদৃঢ় করা এবং বৈশি^ক নীতি প্রক্রিয়ায় এর প্রাসঙ্গিকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যক্তিগত ক্ষমতায় তিনি সূচকের ধারাবাহিকতা, কার্যকারিতা ও অভিগম্যতা নিশ্চিত করায় প্রত্যক্ষভাবে কাজ করবেন, যা বৈশি^ক উন্নয়ন নীতি ও বিশ্লেষণে বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী করবে।

এই প্যানেলের আইনি দায়িত্বের পরিসরে রয়েছে শুধু পর্যায়ক্রমিক পর্যালোচনাই নয়, বরং জাতিসংঘ সাধারণ পরিষদ ও পরিসংখ্যান কমিশনের উত্থাপিত বিষয়েও মতামত প্রদান। একই সঙ্গে এমভিআই ব্যবহার করে বিভিন্ন সংস্থা যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে, সেগুলোর মূল্যায়নও প্যানেলের কার্যক্রমের অংশ। ফলে এমভিআইকে সময়োপযোগী, প্রযুক্তিগতভাবে দৃঢ় এবং বৈশি^ক মানদ-সম্মত করার ক্ষেত্রে এই প্যানেল কেন্দ্রীয় ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ড. ফাহমিদা খাতুন বর্তমানে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) উৎপাদনশীল ক্ষমতা সূচকবিষয়ক উচ্চপর্যায়ের উপদেষ্টা বোর্ডের সদস্য, ব্র্যাকের বোর্ড সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের বোর্ড ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই আন্তর্জাতিক দায়িত্বে নিয়োগের জন্য সিপিডি শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যৎ অবদানের প্রতি সমর্থন প্রকাশ করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!