গাজীপুর মহানগরে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজ উদ্দিন মোল্লাকে (৪৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৩ জুলাই) দুপুরে জেলা নারী ও শিশু আদালতের বিচারক এই রায় দেন। তাহাজ উদ্দিন মোল্লা গাজীপুর মহানগরীর বারেন্ডা এলাকার কফিল উদ্দিন মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল কাশিমপুর এলাকায় দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে তার বাড়ির পাশ থেকে অপহরণ করে ধর্ষণ করেন তাহাজ উদ্দিন।
এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শিক্ষার্থী আদালতে আসামি তাহাজ উদ্দিন মোল্লার বিরুদ্ধে জবানবন্দি দেন এবং তাকে অভিযুক্ত করেন।
রোববার দুপুরে তাহাজ উদ্দিন গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান জানান, ধর্ষণ ও অপহরণ মামলার আসামি তাহাজ উদ্দিনের জামিন আবেদন আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :