ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

সিরিয়ায় বেদুইন-দ্রুজ সংঘর্ষে নিহত বেড়ে ৯০, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১২:৫০ এএম

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সোয়াইদা প্রদেশে বেদুইন সুন্নি গোত্র ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে পৌঁছেছে। সোমবার পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি গ্রামে। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে সরকার সেখানে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

গালফ নিউজ জানিয়েছে, রোববার সোয়াইদা থেকে দামেস্কমুখী একটি প্রধান মহাসড়কে সংঘর্ষের সূত্রপাত ঘটে। স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, এক দ্রুজ সবজি বিক্রেতাকে বেদুইন সশস্ত্র গোষ্ঠী অপহরণ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে তা রূপ নেয় সহিংস দাঙ্গায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতেও। সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

আহতদের অনেককে পাশের দেরা প্রদেশে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বলা হয়, গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের শাসনের অবসানের পর সিরিয়ায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে লড়াই-সংঘাত বেড়েছে। ইসলামপন্থিদের নেতৃত্বে একটি নতুন সরকার দেশটিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও পরিস্থিতি এখনো বেশ নাজুক।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোয়াইদায় রোববার থেকে শুরু হওয়া এই সংঘর্ষ সোমবার পর্যন্ত বেশ কয়েকটি গ্রামে বিক্ষিপ্তভাবে অব্যাহত ছিল। সোয়াইদা থেকে দামেস্ককে সংযুক্তকারী প্রধান মহাসড়কে সশস্ত্র বেদুইনরা একজন দ্রুজ সবজি বিক্রেতাকে ধরে নিয়ে যাওয়ার পর সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে।