রাজশাহীর পুঠিয়া উপজেলার আগলা গ্রামে কচুরিপানার ভেতর থেকে ছয় বছর বয়সি শিশু আবরারের মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই কিশোরীকে আটক করেছে পুলিশ।
নিহত আবরার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শওকত শরীফের মেজো ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল থেকে নিখোঁজ ছিল আবরার। বিকেলে একই গ্রামের সেলিমের মেয়ে নাদিয়া (১২) ও মাইনুলের মেয়ে সাদিয়া (১৩) তাকে খেলার জন্য ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার।
অনেক খোঁজাখুঁজির পর পরিবার ওই দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, আবরারকে কচুরিপানার মধ্যে পাওয়া যাবে। তাদের দেখানো জায়গা থেকে রাত সাড়ে ৯টার দিকে মজাহারের বাড়ির পেছনের কচুরিপানার ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেলপুকুরিয়া থানার ওসি মো. সুমন কাদরী বলেন, এ ঘটনায় দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।