ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ট্রাম্পকে সতর্ক করেছি, পুতিন ‘ভান করছেন’ - বললেন জেলেনস্কি

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৯:৩৪ এএম

আলাস্কায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্টের বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ শেষ করতে ভøাদিমির পুতিনের আগ্রহ যে মূলত ‘ভান’, সে ব্যাপারে তিরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন।

আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ অঙ্গরাজ্যের অ্যাঙ্করিজ শহরে পুতিন-ট্রাম্প বৈঠক হতে যাচ্ছে। এ বৈঠক থেকে দুই নেতা সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে ইউক্রেইনের ওপর ‘অন্যায্য শর্ত’ চাপিয়ে দিতে পারেন বলে কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা আশঙ্কা করছে।

বার্লিনে গত বুধবার জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ ম্যার্ৎসের সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে জেলেনস্কি এ কথা বলেছেন, ‘পুতিন যে ভান করছেন, সেটি আমি মার্কিন প্রেসিডেন্ট ও আমাদের সব ইউরোপীয় সহকর্মীকে জানিয়েছি। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জেলেনস্কি আরও বলেন, ‘আলাস্কার বৈঠকের আগে তিনি (পুতিন) ইউক্রেন ফ্রন্টের সব অংশে চাপ প্রয়োগের চেষ্টা করছেন। রাশিয়া দেখানোর চেষ্টা করছে, তারা পুরো ইউক্রেন দখলে নিতে পারে।’

ট্রাম্প ও অন্য ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল আলাপের পর জেলেনস্কি এসব বলেছেন। একই সময়ে পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কিয়েভ সেনাদের ওপর হামলা জোরদার করেছে মস্কো, তাদের লক্ষ্য হচ্ছে ইউক্রেনের আরও ভূমি নিজেদের দখলে নেওয়া।

জেলেনস্কি বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরই আলাস্কা বৈঠকের মূল আলোচ্যসূচি হবে বলে তিনি আশা করছেন।

ভূখ-সংক্রান্ত যেকোনো আলোচনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্টকেও থাকতে হবে, বলেছেন তিনি।

‘ইউক্রেনকে ছাড়া এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। সবার এ বিষয়ে সমর্থনও আছে’Ñ বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সেখানকার আলোচনার খুঁটিনাটিও তাকে জানাবেন, বলেছেন জেলেনস্কি।