চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন আমেরিকাকে আরও বেশি চুম্বক না দিলে, তাদের পণ্যে ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গত সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘চীনকে আরও বেশি চুম্বক দিতে হবে আমেরিকাকে, নইলে আমাদের ২০০ শতাংশ শুল্ক বসাতে হবে বা কিছু একটা করতে হবে।’ বিরল খনিজ উপাদান এবং এর নিয়ন্ত্রণ নিয়ে চীন অত্যন্ত সংবেদনশীল।
গত এপ্রিলে আমেরিকার শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু বিরল খনিজ ও চুম্বক রপ্তানিতে বিধি-নিষেধ আরোপ করে। বর্তমানে বৈশ্বিক চুম্বক বাজারের প্রায় ৯০ শতাংশই চীনের দখলে। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপসহ বহু গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্যে অপরিহার্য। আর এর ব্যবহার রয়েছে স্মার্টফোনের মতো প্রযুক্তিপণ্যে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এমন একসময়ে এলো, যখন আমেরিকার ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী এই কোম্পানি বিরল খনিজ উপাদানের ওপর নির্ভরশীল। অপরদিকে গত জুলাইয়ে চীনের বিরল খনিজের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীনা কাস্টমসের তথ্য অনুযায়ী, জুনের তুলনায় জুলাইয়ে বিরল খনিজ আকরিক আমদানি ৪ হাজার ৭০০ টনের বেশি বৃদ্ধি পেয়েছে বেইজিংয়ের।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন