রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০১:১৯ এএম

রাজতন্ত্র বদলে দিতে  চান যুবরাজ উইলিয়াম

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০১:১৯ এএম

রাজতন্ত্র বদলে দিতে  চান যুবরাজ উইলিয়াম

নিজে রাজা হলে রাজতন্ত্রে বদল আনবেন বলে মন্তব্য করেছেন যুবরাজ উইলিয়াম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। রাজপ্রাসাদের কয়েকটি সূত্র বলছে, এযাবৎকালে এটাই তার সবচেয়ে খোলামেলা সাক্ষাৎকার।

উইন্ডসর ক্যাসলে প্রিন্স উইলিয়ামের সাক্ষাৎকারটি নিয়েছেন অভিনেতা ইউজিন লেভি, অ্যাপল টিভিপ্লাস শো ‘দ্য রিলাকট্যান্ট ট্র্যাভেলার’-এর জন্য।

আলাপের একপর্যায়ে ইউজিন জানতে চান, ভবিষ্যতে রাজা হলে যুবরাজ উইলিয়াম কী করবেন। যুবরাজ বলেন, ‘মনে করি এভাবে বলতে পারি যে, আমার করণীয়র তালিকায় রয়েছে পরিবর্তন। ভালোর জন্য পরিবর্তন এবং আমি সেই পরিবর্তন গ্রহণ করি, উপভোগ করি। আমি তাকে ভয় করি না। পরিবর্তন আনতে পারার ভাবনা বরং আমাকে উদ্দীপ্ত করে। বাড়াবাড়ি রকমের চরম কিছু নয়, কিন্তু যা হওয়া দরকার মনে করি, তেমন পরিবর্তন।

লেভিকে উইন্ডসর ক্যাসেল ঘুরে দেখাতে দেখাতে যুবরাজ উইলিয়াম এ কথাগুলো বলেন। একটি ইলেকট্রিক স্কুটারে চেপে প্রিয় অভিনেতার কাছে এসেছিলেন যুবরাজ। বললেন, এই বাহনে চেপেই তিনি প্রাসাদের চৌহদ্দিতে ঘোরাফেরা করেন।

যুবরাজ বলেন, তিনি বরাবর ‘আমেরিকান পাই’ সিনেমাগুলোর ভক্ত। উচ্ছৃঙ্খল আমোদে ভরপুর বয়ঃসন্ধিকাল নিয়ে তৈরি এই ছবিগুলোতে লেভিকে দেখা যায় এক উৎপীড়িত, ধৈর্যশীল বাবার ভূমিকায়।

প্রাসাদের সবচেয়ে অভিজাত কিছু কামরা ঘোরার সময় যুবরাজ উইলিয়াম তার পারিবারিক ইতিহাস নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, আপনি যদি সতর্ক না হন, তাহলে ইতিহাস আপনার ওপর সত্যিই বোঝার মতো চেপে বসতে পারে, নোঙর হয়ে বেঁধে রাখতে পারে। আপনার দম বন্ধ লাগতে পারে, মনে হতে পারে এর শেকল আপনাকে বেশি আটকে ফেলছে। আর আমি মনে করি, বর্তমানকালে বাঁচাটা জরুরি।’

যুবরাজ উইলিয়াম ঐতিহ্যের গুরুত্বের ওপর জোর দেন। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন, রাজতন্ত্রকে প্রাসঙ্গিক রাখার জন্য সেটা নিয়ে প্রশ্ন করতে তার কোনো দ্বিধা নেই।

রূপালী বাংলাদেশ

Link copied!