ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বের সবচেয়ে বিখ্যাত ল্যুভর মিউজিয়াম। গতকাল রোববার সকালে এক অবিশ্বাস্য ডাকাতির ঘটনা ঘটেছে। ল্যুভর মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় জাদুঘর, যেখানে লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসাসহ অমূল্য শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। ফরাসি গণমাধ্যমের খবরে জানা গেছে, তিনজন মুখোশধারী মিউজিয়াম খোলার কিছু পরেই ভেতরে প্রবেশ করে। তারা সেন নদীমুখী দিকের অ্যাপোলো গ্যালারিতে পৌঁছাতে একটি মালবাহী লিফট ব্যবহার করে, যেখানে ফ্রান্সের রাজকীয় গয়নার সংগ্রহ রাখা আছে। ডাকাতরা কাচ ভেঙে গ্যালারিতে ঢোকে এবং ৯টি মূল্যবান স্বর্ণের আইটেম নিয়ে পালিয়ে যায়। স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানাজানির পর জাদুঘরটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ডাকাতেরা জাদুঘরে থাকা বেশ কিছু অলংকার নিয়ে গেছে। এর অর্থমূল্যের বিস্তারিত জানা যায়নি। পুলিশের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ডাকাতেরা স্কুটারে করে জাদুঘরে যায়। তাদের কাছে ছোট চেইনসো (চেইনের করাত) ছিল। তারা পণ্যবাহী লিফটে করে অলংকার থাকা কক্ষে ঢোকে। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি এক্সে (আগের টুইটার) দেওয়া পোস্টে জানিয়েছেন, ‘ল্যুভরে চুরির ঘটনা ঘটেছে। সকালে জাদুঘর খোলার সময় এটি ঘটে। কেউ আহতের খবর পাওয়া যায়নি।’ ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিশেষ কারণে জাদুঘরটি দিনের বাকি সময়ের জন্য বন্ধ থাকবে।’ ডাকাতির বিষয়ে জানতে এএফপি ল্যুভর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে তারা তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ডাকাতির পর জাদুঘরের ভেতরে নিরাপত্তারক্ষী ও দর্শনার্থীরা আটকা পড়েন।
এক্সে দেওয়া পোস্টে একজন লিখেছেন, ‘মাত্রই ল্যুভরে পৌঁছালাম। এখানে দেখছি নিরাপত্তারক্ষীরা ভেতরে আটকে আছেন। ফটকের বাইরে দর্শনার্থীদের বলা হচ্ছে, আজ আর ভেতরে যাওয়া যাবে না।’ পুলিশ সূত্রে জানা গেছে, তারা একটি মোটর-স্কুটারে করে ঘটনাস্থল থেকে পালিয়েছে। এখনও লুট হওয়া গয়নার মূল্য নির্ধারণের কাজ চলছে, তবে ধারণা করা হচ্ছে এগুলোর ঐতিহাসিক ও আর্থিক মূল্য দুটোই বিপুল। জাদুঘর কর্তৃপক্ষ এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষ কারণে ল্যুভর জাদুঘর বন্ধ রাখা হয়েছে। ফরাসি সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং পুলিশ তদন্ত শুরু করেছে।লাইভ প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালের দিকে এমন ঘটনা ঘটে। ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রচিদা দাতি বলেছেন, এ ঘটনার পর জাদুঘরটি একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন