গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার চালানো ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির মধ্যে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। এ নিয়ে ১০ অক্টোবর থেকে ইসরাইল ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। অন্যদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভাঙার পাল্টা অভিযোগ তুলেছে ইসরায়েল। আইডিএফ বলছে, রোববার সকালে রাফায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহতের জেরে বিমান হামলা চালিয়েছে তারা। সিরিজ হামলার পর রাত থেকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়ে ইসরাযেলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ। তবে রাফার ইসরায়েলি বাহিনীর ওপর চালানো হামলা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে হামাস। এদিকে ২৮ বন্দির মরদেহের মধ্যে ১২ জনের মরদেহ ফেরত দিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বিপরীতে ১৫০ ফিলিস্তিনির মরদেহ গাজায় ফেরত পাঠালো তেল-আবিব।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে বলে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইসরায়েলি সেনাবাহিনী গাজায় একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ফিলিস্তিনি ছিটমহলটিতে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিরা জানিয়েছেন, এসব হামলায় ২৬ জন নিহত হয়েছেন। চলতি মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে রোববারের এসব ঘটনা সেটির সবচেয়ে গুরুতর লঙ্ঘন। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।’ তিনি আরও বলেন, হামাসের শীর্ষ নেতৃত্ব যুদ্ধবিরতি লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়, বরং ‘কিছু বিদ্রোহী’ এর পেছনে থাকতে পারে। তবে যাই হোক, বিষয়টি যথাযথভাবে মোকাবিলা করা হবে কঠোরভাবে, কিন্তু সঠিকভাবে’ ইসরায়েলি সেনাবাহিনী রোববার জানায়, তারা হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এরপরও যুদ্ধবিরতি কার্যকর করেছে।
এদিকে ইসরায়েলি এক নিরাপত্তা সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের চাপের পর সোমবার থেকে গাজায় মানবিক সহায়তা পুনরায় পাঠানো শুরু হবে। এর আগে, যুদ্ধবিরতি ‘স্পষ্টভাবে লঙ্ঘন’ করার অভিযোগ তুলে ইসরায়েল গাজায় সরবরাহ বন্ধ করে দেয়। এদিকে হামাসের সামরিক শাখা জানায়, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে এবং রাফাহ এলাকায় সংঘর্ষ সম্পর্কে অবগত নয়। অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, হামাসের প্রায় ৪০টি পৃথক সেল রয়েছে, যাদের অনেকেই এখনো নিরস্ত্র হয়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন