ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বালাক্লিয়ায় রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) খারকিভ আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলের গভর্নর ওলেহ সিনেহুবভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানিয়েছেন, রোববার রাতের হামলায় শহরের আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বালাক্লিয়ার সামরিক প্রশাসনের প্রধান ভিটালি কারাবানোভ টেলিগ্রামে বলেন, আহতদের মধ্যে কয়েকজন কিশোর রয়েছে। নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি মস্কো। এদিকে ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়ার দুটি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। ইউক্রেন এরইমধ্যে দেশটির মালা টোকমাচকা এলাকা দখল করায় হুলিয়াইপোল ও ওরিকিভ শহর পিনসার হামলার হুমকির মুখে পড়েছে।
তবে, এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসার সৌর বিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ শক্তি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন। দনিপ্রোপেত্রোভস্কের নভোপাভলিভকার কাছে রাশিয়ার হামলা প্রতিহত করার দাবি করে ইউক্রেন। এতে, রাশিয়ার বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হন বলে দাবি ইউক্রেনের সেনাবাহিনীর। পাল্টাপাল্টি হামলার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্ভাব্য সমাধানের খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, যুদ্ধ এখন ড্রোন হামলার মাধ্যমে চলছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই পরিবহন ও শক্তি খাতের ওপর হামলা করছে।

