ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

দাবি মুখ্যমন্ত্রীর

খাইবার পাখতুনখোয়ায় অশান্তির নেপথ্যে পাকিস্তান

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০২:৪৩ এএম

পাকিস্তান সরকারকে কড়া ভাষায় বার্তা দিলেন দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সুহেল আফ্রিদি। তার দাবি, সরকার এই রাজ্যে ইচ্ছাকৃতভাবে নিজের বানানো নিরাপত্তাহীনতাকে ইন্ধন দিচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) টোলো নিউজের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তিনি বলেছেন, সরকার দ্বারা ‘খাইবার পাখতুনখোয়া পিস জিরগা’তে উপস্থিত পশতুন তাহফুজ মুভমেন্ট (পিটিএম)-এর সদস্যদের অপহরণ করে শান্তির উদ্যোগ ও আফগানিস্তানের সঙ্গে নতুন করে শুরু হওয়া সংলাপ ব্যাহত করার একটি প্রচেষ্টা। তিনি উল্লেখ করেন, গত ৭১ বছর ধরে পাকিস্তানে যে দৃষ্টিভঙ্গি ও রাষ্ট্রীয় নীতি আধিপত্য করেছে, তা কখনোই খাইবার পাখতুনখোয়ার পরিস্থিতিকে সত্যিকারের অগ্রাধিকার দেয়নি। প্রদেশটির এই নেতা অভিযোগ করেছেন, আমাদের অতিথিদের অপহরণের ঘটনাই স্পষ্টভাবে ইঙ্গিত করেছেÑ এখানে যে সন্ত্রাসবাদ দেখা যায়, তা স্বতঃস্ফূর্ত নয়Ñবরং অনেকটাই সাজানো এবং নির্দিষ্ট মহলের স্বার্থে পরিচালিত। পশতুন অঞ্চলে পাকিস্তানের সামরিক বাহিনীর অভিযানেরও সমালোচনা করেছেন আফ্রিদি। তিনি দাবি করেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে সেনাবাহিনী নিরীহ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করছে এবং এবং যুদ্ধাপরাধের মতো কর্মকা- ঘটাচ্ছে। তার ভাষ্য মতে, মানুষ কেন্দ্রীয় সরকারের গোপন সিদ্ধান্ত এবং উপজাতীয় এলাকায় চাপিয়ে দেওয়া নীতিতে বিরক্ত হয়ে পড়েছে। এসব চাপিয়ে দেওয়া পদ্ধতির বিরুদ্ধে প্রতিরোধের অঙ্গীকার করেন তিনি। তিনি ঘোষণা করেন, খাইবার পাখতুনখোয়ার মানুষ বানোয়াট এই সন্ত্রাসবাদ ও বহু বছর ধরে আমাদের ওপর চাপিয়ে দেওয়া গোপন সিদ্ধান্তে ক্লান্ত। আফ্রিদি বলেছেন, আজ আমি স্পষ্টভাবে বলছিÑ আমাদের নেতা, আমার পথপ্রদর্শক ইমরান খান (সাবেক পাক প্রধানমন্ত্রী) যার অটল অবস্থান আমাকে অনুপ্রাণিত করেছে; তিনি কখনো আপনাদের কাছে মাথানত করেননি, আমিও করব না। আমি জনগণের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে চাই। দেশটির ঘরের মধ্যে এমন সমালোচনা উঠেছে, যখন প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এখন অনেকটা তলানিতে। আফগানিস্তান বলেছে, পাকিস্তান সেনাবাহিনীর একটি নির্দিষ্ট গোষ্ঠী কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। এদিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে গত সপ্তাহে দুটি পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানি তালেবানের ১৫ জন জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, ১৫ ও ১৬ নভেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনী প্রথম গোয়েন্দা-তথ্যভিত্তিক অভিযান চালায়। এতে তালেবান সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) নেতা আলম মেহসুদসহ ১০ জন জঙ্গি নিহত হয়। দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় উত্তর ওয়াজিরিস্তানের দত্তাখেল এলাকায়, যেখানে আরও পাঁচ জঙ্গি নিহত হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।