মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াকপিউ টাউনশিপে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ‘ভয়াবহ’ লড়াই চলছে। চীন সমর্থিত বিনিয়োগ কেন্দ্র হিসেবে পরিচিত এই টাউনশিপে জান্তা সরকার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর শুরু হয় বিমান ও কামান হামলা। হামলার আতঙ্কে এরই মধ্যে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে হাজারো মানুষ। কিয়াকপিউ শহর এবং ধন্যবতি নৌঘাঁটি থেকে মাত্র কয়েক মাইল দূরে একসময়কার সংকীর্ণ ফ্রন্টলাইনটি এখন বেশ অনেকটুকু এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সামরিক বাহিনী আরাকান আর্মির (এএ) কাছ থেকে এলাকা পুনরুদ্ধার করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। যার ফলে রাতারাতি প্রায় দ্বিগুণ পরিমাণ সৈন্য, ট্যাংক এবং বিমান নিয়ে এসে যুদ্ধক্ষেত্রের শক্তি বাড়ানো হয়েছে। আরাকান আর্মির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এক ব্যক্তি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘মিনপিন জ্বলছে।
তাইং চাউং টাউং পাহাড় পুনরুদ্ধারের পর সামরিক বাহিনী এই এলাকায় ক্রমেই আঘাত করে চলেছে। প্রতিদিন বিমান হামলা চলে, এটা থামছেই না।’শুক্রবার জান্তা বাহিনীর সৈন্যরা মিনপিনের কাছে আরাকান আর্মির একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি শিবির দখল করে নেয় এবং কাছাকাছি অন্যগুলোর দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু তাদের এই বিজয় ছিল সংক্ষিপ্ত। কয়েক দিনের মধ্যেই ব্যর্থ হয়ে ফিরে যায় এবং মিনপিন ফের আরাকান আর্মির দখলে যায়। সেই সময় কিয়াকপিউ এবং সুরক্ষিত নৌ সদর দপ্তরের দিকে যাওয়া মূল সড়কের ধারে জান্তা ঘাঁটিগুলোয় আঘাত হানে আরাকান আর্মি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন