চট্টগ্রামের সীতাকু- উপজেলার হাবিব সড়ক সংলগ্ন মুক্তা পুকুরপাড় এলাকা থেকে নয়ন দেবনাথ (২২) নামের এক নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, নিহত নয়ন দেবনাথ উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামের বাবুল দেবনাথের পুত্র। তিনি সীতাকু- বাজারের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বুধবার সীতাকু- মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুক্তা পুকুরপাড় এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় নয়নের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সীতাকু- মডেল থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা না হত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। আমরা তদন্ত শুরু করেছি।’
আপনার মতামত লিখুন :