দেশের অন্যতম সামুদ্রিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের পেমেন্ট পদ্ধতিতে এক মাইলফলক রূপান্তর ঘটেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ও ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) পারস্পরিক সহযোগিতায় চালু হয়েছে এপিআই প্রযুক্তিভিত্তিক সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট পদ্ধতি। গত শনিবার সন্ধ্যায় রেডিসন ব্লু চট্রগ্রাম হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাৎ হোসেন, ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।