ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫

‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে সেমিনার

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৭:১৫ এএম

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী নারীবাদী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেস্কোর ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’-এ অন্তর্ভুক্ত হওয়া উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত সেমিনারে ১৯০৫ সালে লেখা বইটির প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।