রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও ডিপিপি অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল গোল চত্বর অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার পর অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে উত্তরবঙ্গের চারটি রুটে কয়েকশ পরিবহন দাঁড়িয়ে থাকে। এতে দুর্ভোগে পড়েছে উত্তরাঞ্চলের মানুষ। গতকাল বেলা ১১টায় মহাসড়কের হাটিকুমরুল গোল চত্বর অবরোধ করা হয়। এ সময় রোডের ধোপাকান্দি এলাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের দাবি, আট বছর ধরে ভাড়া করা ভবনে নানা দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্বকবি রবীন্দ্র নাথের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। আমরা বারবার আন্দোলন করার পরও শুধু আশ্বাস পাচ্ছি।