ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সৈয়দ জুলকার নাইন ব্যাংক এশিয়ার নতুন উপব্যবস্থাপনা পরিচালক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১২:৪৫ এএম

সৈয়দ জুলকার নাইন ব্যাংক এশিয়ার একজন নতুন উপব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি তিনি উপব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব রিটেইল ব্যাংকিং হিসেবে ব্যাংকে যোগদান করেছেন। ব্যাংক এশিয়ায় যোগদানের আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি-তে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। জুলকার নাইন ২০০১ সালে এইচএসবিসি বাংলাদেশে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৭ সালে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসিতে যোগদান করেন। ইস্টার্ন ব্যাংকে ১৮ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজের অভিজ্ঞতা লাভ করেন। সর্বশেষ তিনি ব্যাংকের হেড অব বিজনেস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণ, রিটেইল বিজনেসের কার্যক্রম জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক ইকোসিস্টেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। -বিজ্ঞপ্তি