ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

স্বপ্নপূরণের অপেক্ষায় প্রবাসী জায়ান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০২:২৪ এএম

আগামী সেপ্টেম্বরের শুরুতে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের মিশন শুরু হবে বাংলাদেশের। এর আগে ১৮ ও ২২ আগস্ট বাহরাইনে গিয়ে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার স্বপ্নপূরণের অপেক্ষায় আছেন আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আগে ফুটবলারদের চলছে রুদ্ধদ্বার অনুশীলন। বাংলাদেশের ১৯ দলের আংশিক দলে একমাত্র প্রবাসী হলেন জায়ান। বাংলাদেশের জার্সিতে অনুশীলনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি, ‘অনুশীলন ভালো হচ্ছে।

আমাদের ভালো গ্রুপ আছে, ভালো মেধা ও বন্ডিং।’ আমেরিকা থেকে বাংলাদেশে উড়ে এসে নতুন পরিবেশ পেয়েছেন জায়ান। সপ্তাহ খানেকের অনুশীলনে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। এ ফুটবলার বলেন, ‘প্রথম দিন থেকে প্রতিদিনই উন্নতি হয়েছে। সবার সঙ্গে সম্পর্ক ও অনুশীলন কৌশল।’ বাংলাদেশের আবহাওয়া ও খাবারের সঙ্গে জায়ানকে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং। তবে এ চ্যালেঞ্জ জয় করতে প্রস্তুত জায়ান, ‘আমরা খেলোয়াড় পরিবেশ পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হয়। খাওয়া-দাওয়া ঠিক আছে।

এখানের অনুশীলন মাঠ ভালো, বৃষ্টি হলে একটু কষ্ট হয় তবে বেশি না।’ এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের ভেন্যু ভিয়েতনামে। সেখানে ভালো কিছু প্রত্যাশা করছেন জায়ান। ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে থাকা তার জন্য বড় চ্যালেঞ্জ। তিনি আশাবাদী বাহরাইনের মতো ভিয়েতনামেও মূল দলের সঙ্গী হতে পারবেন। তার বাবা শরীফ আহমেদ সাবেক ফুটবলার। বাবা শরীফ সিনিয়র জাতীয় দলে খেলতে পারেননি। ছেলে জায়ান সেই স্বপ্ন পূরণ করতে চান। আমেরিকা থেকে দূরে থেকে পরিবারকে মিস করলেও দেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার লক্ষ্য জায়ানের।