ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

র‍্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে যা বললেন ডিজি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৪:৩৪ এএম
র‍্যাবের ডিজি একেএম শহিদুর রহমান। ছবি- সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, র‍্যাব বিলুপ্তির বিষয়ে এই মুহূর্তে তারা কোনো চিন্তাভাবনা করছেন না এবং এ বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও বিক্রয় রোধকল্পে বাজার পরিদর্শনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিজি শহিদুর রহমান বলেন, “আমরা বর্তমানে ফোকাস করছি কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করা যায়, অপরাধ দমন করা যায় এবং সাধারণ মানুষকে নিরাপদ পরিবেশ দিতে পারি। যেন তারা ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতায় ভুক্তভোগী না হয়, কোনো অপহরণ না ঘটে। এই অপরাধীদের গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও জানান, বড় ধরনের কোনো অপরাধ ঘটলে তারা দ্রুত সেখানে পৌঁছে কাজ করেন। উদাহরণস্বরূপ, মিটফোর্ডের ব্যবসায়ী হত্যাকাণ্ডে বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনাও তারা প্রথম আসামিকে গ্রেপ্তার করে এবং পুলিশের সঙ্গে যৌথভাবে আট আসামিকে আটক করা হয়েছে। তিন টুকরা লাশ ফেলে রাখার ঘটনাও স্বল্প সময়ের মধ্যে তারা উদঘাটন করে তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানের কথা উল্লেখ করে ডিজি বলেন, “আমরা বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছি। দেশের আইনশৃঙ্খলা ভাল রাখতে এবং অপরাধ দমন করতে আমরা প্রস্তুত এবং নিয়মিত কাজ করছি।”

নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “দিন দিন পরিস্থিতি উন্নত হবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে ইনশাআল্লাহ।”

আরেক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, “সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করতে সম্পূর্ণ প্রস্তুত। ৫ আগস্ট থেকে এ পর্যন্ত র‍্যাবের কার্যক্রম তা প্রমাণ করছে।”

বাজার পরিদর্শন নিয়ে তিনি বলেন, “নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ নষ্ট হলে তা মানবজাতি ও প্রাণিজগতের জন্য বিপজ্জনক। তাই পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আমরা পলিথিনের উৎপাদন ও ব্যবহারে কঠোর পদক্ষেপ নিচ্ছি। যেসব ফ্যাক্টরিতে পলিথিন তৈরি হয়, সেগুলো চিহ্নিত করে বন্ধ করা হবে।”