ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ রাখতে পারলাম না: রিজওয়ানা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০১:১৯ এএম
বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি- সংগৃহীত

সিলেটের পর্যটন কেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ এলাকায় নজিরবিহীন পাথর উত্তোলন ও লুটপাটে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য প্রায় ধ্বংসের মুখে। এই পরিস্থিতিতে বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান তীব্র হতাশা প্রকাশ করেছেন।

সোমবার (১১ আগস্ট) এক আলোচনা সভায় তিনি বলেন, আগের চার বছর জাফলং-এ পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম। কিন্তু এখন উপদেষ্টা হয়েও সেটা থামাতে পারলাম না।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখি, কিন্তু জাফলং রক্ষায় কোনো ঐক্য নেই। আমাদের দেশে একটি প্রাকৃতিক সৌন্দর্য কীভাবে ধ্বংস করতে হয় তা বাস্তবে দেখতে হয়। জাফলং ধ্বংস করেই কীসের উন্নয়ন হচ্ছে? ইকো ট্যুরিজম করলে পাথর তোলার চেয়ে বেশি আয় সম্ভব এ বিষয়ে তুলনামূলক বিশ্লেষণ কি কেউ করেছে?

রিজওয়ানা হাসান আরও বলেন, দেশের মোট পাথরের চাহিদার মাত্র ৬ ভাগ এখানে উত্তোলন হয়, বাকিটা আমদানি করতে হয়। তাহলে এই অল্প অংশের জন্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করা কেন জরুরি? আমরা যদি পাথর না তুলে টেকসই পর্যটন করি, তাহলে স্থানীয় মানুষের জীবিকা উন্নত হবে এবং পরিবেশও বাঁচবে।

ধলাই নদীর উৎসমুখে সীমান্তসংলগ্ন ‘সাদাপাথর’ এলাকায় প্রতিবছর লাখো পর্যটক সৌন্দর্যের টানে ভিড় জমায়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর থেকে প্রতিদিন শতাধিক গাড়িতে অবৈধভাবে পাথর পাচার হয়েছে এবং এর নেতৃত্বে রয়েছেন এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি।