তারুণ্যের উৎসব-২০২৫ কর্মসূচির অংশ হিসেবে তরুণ উদ্যোক্তা তৈরি ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করেছে সোনালী ব্যাংক পিএলসি। গতকাল সোমবার প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গ্রাহকসেবা পক্ষের শুভ উদ্বোধন করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। এ সময় তিনি গ্রাহকসেবা পক্ষে শাখায় আগত গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান বিষয়ে শাখার কর্মকর্তা-কর্মচারীদের দিকনির্দেশনা দেন।