ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় সংলাপ আয়োজন করল ম্যাক্স ফাউন্ডেশন

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৮:২৮ এএম
ম্যাক্স ফাউন্ডেশন

ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ সফলভাবে আয়োজন করেছে ‘এন্টারপ্রেনার-লেড ইমপ্যাক্ট : ন্যাশনাল ওয়ার্কশপ অ্যান্ড মাল্টিস্টেকহোল্ডার ডায়ালগ’। গত মঙ্গলবার রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিটা হলে ‘একটি সুস্থ বাংলাদেশ গড়তে উদ্যোক্তাদের ক্ষমতায়ন’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে ১২০ জনেরও বেশি নীতিনির্ধারক, দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী, সরকারি প্রতিনিধি, করপোরেট ও উদ্যোক্তা সহায়ক প্রতিষ্ঠান এবং খুলনা, পটুয়াখালী ও লালমনিরহাটের ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. তারিকুল ইসলাম তারিক।