সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে ক্যানসার ও কিডনি চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। এ লক্ষ্যে চুয়াডাঙ্গায় খলিল মালিক ক্যানসার ও কিডনি স্ক্রিনিং সেন্টার স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে প্রতিষ্ঠানটি। প্রাইম ব্যাংক পিএলসির করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির আওতায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার ঢাকার নিকুঞ্জে প্রাইম টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে খলিল মালিক হাসপাতাল ও খলিল মালিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সাদিকুর রহমান মালিকের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল ড. মো. নাঈম আশফাক চৌধুরী (অব.)।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন