ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

থাইল্যান্ডে চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের গ্রাহকেরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:২৮ এএম

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের থাইল্যান্ডের শীর্ষ হাসপাতালগুলোয় বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান ট্রইকা-এইডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ব্যাংকটির হেড অব ‘তারা’, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্ট মেহরুবা রেজা, হেড অব অ্যালায়েন্স আশরাফুল আলম এবং প্রিমিয়াম ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার এহসান সামাদ।