ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

রোগীর মৃত্যু, ইবনে সিনা হাসপাতালে সংঘর্ষ ও ভাঙচুর

সিলেট ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:৪৪ এএম
ইবনে সিনা হাসপাতালে ভাঙচুর। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ফের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু হলে তার স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত্যুর খবর পেয়ে রোগীর স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন। এরপর হাসপাতালের স্টাফদের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ধস্তাধস্তি ঘটে। উত্তেজনার একপর্যায়ে হাসপাতালের ভেতরে ভাঙচুর চালানো হয় বলে জানিয়েছেন উপস্থিত অনেকে।

ঘটনার পরপরই হাসপাতালে সাধারণ রোগী, স্বজন এবং কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতের সংখ্যা নিশ্চিত করা না গেলেও রোগীর স্বজনদের দাবি, সংঘর্ষে তাদের অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি।



উল্লেখ্য, এর আগে ১৬ সেপ্টেম্বর একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানিম আহমদ (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়। সে সময়ও চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে স্বজনরা হাসপাতালকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ভাঙচুর চালান।

দুই সপ্তাহের ব্যবধানে একই ধরনের দুটি ঘটনায় হাসপাতালটির নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্কও বাড়ছে।