আইএফআইসি ব্যাংক পিএলসি এবং আন্তর্জাতিক ফুড চেইন পিৎজা হাটের মধ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার আইএফআইসি ব্যাংক ও পিৎজা হাটের কর্মকর্তাদের উপস্থিতিতে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়। আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং বিভাগের প্রধান ফারিহা হায়দার এবং পিৎজা হাট বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পিৎজা হাট বাংলদেশের হেড অব মার্কেটিং ফারহান হাদি।