ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগব্যবস্থাপনা প্রশিক্ষণ 

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:৩১ এএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনাবিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে গত মঙ্গলবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার ৫০ জন বিনিয়োগ কর্মকর্তা অংশগ্রহণ করেন।