ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রূপালী ব্যাংকে ৭৫ দিনের ব্যবসায়িক ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০১:৩৩ এএম

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হয়েছে ৭৫ দিনের ব্যাবসায়িক ক্র্যাশ প্রোগাম; যা চলবে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। গতকাল সোমবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ প্রোগ্রাম চলাকালীন নতুন হিসাব খোলা, আমানত সংগ্রহ, সিএমএসএমই ঋণ বিতরণ, শ্রেণিকৃত ঋণ হতে আদায় ও শ্রেণিকৃত ঋণ বিশ্রেণিকরণ ৫টি গুরুত্বপূর্ণ খাতকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে ব্যাংক তার কাক্সিক্ষত মুনাফা অর্জনে আরও কাছাকাছি পৌঁছে যাবে।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, সালামুন নেছা, তানভীর হাছনাইন মইন ও আবু নাসের মো. মাসুদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ব্যাংকের সব বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক, জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকরা।