ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

এশিয়ান কাপ বাছাই

হংকংয়ের বিপক্ষে জয়ের অভিন্ন লক্ষ্য হামজাদের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০২:৪৪ এএম

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে রাত ৮টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এ ম্যাচে হারলেই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের আশা একেবারে শেষ হয়ে যাবে বাংলাদেশের। কেননা বাছাই পর্বে কঠিন সমীকরণের সামনে এখন বাংলাদেশ। চার দলের ‘সি’ গ্রুপে তিন ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন মাত্র এক পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে হংকং। সিঙ্গাপুরের অর্জন ৫ পয়েন্ট। অন্যদিকে, ভারতের অর্জন ২ পয়েন্ট। বাছাই পর্বে যে তিন ম্যাচ বাকি আছে বাংলাদেশের, সামনে প্রতিটিতে জিতলে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার আশা জিইয়ে থাকবে তাদের। আজ হংকংয়ের বিপক্ষে খেলার পর সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে এবং ভারতের বিপক্ষে হোম ম্যাচ খেলবে হামজা-জামালরা।

গত ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রবাসী ফুটবলারে ঠাসা শক্তিশালী হংকংয়ের বিপক্ষে দারুণ আশাজাগানিয়ে ফুটবল খেলেছে বাংলাদেশ। খেলার শুরুর দিকে দেওয়ান হামজা চৌধুরীর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে পরে তিন গোল হজম করে তারা। কিন্তু শেষ দিকে যেভাবে আরও দুই গোল করে ম্যাচে ফেরেন হামজারা, সেটিই দলের আত্মবিশ^াসের বড় পুঁজি। তবে শেষ মুহূর্তে গোল হজমের শিক্ষাটাও ভুলে যাওয়ার মতো নয়। শেষ মুহূর্তে মনোযোগ ধরে না রাখা, গোলরক্ষকের ভুল আর রক্ষণভাগের দুর্বলতায় বাংলাদেশকে হারতে হয়েছে। তবে আজ হংকংয়ের মাঠে ফিরতি ম্যাচে আর ভুল করতে চায় না কোচ হাভিয়ের কাবরেরা দল। নির্ভুল, নিখুঁত ও গোছালো ফুটবল খেলে জয় পেতে চায় বাংলাদেশ।

ম্যাচের আগে হংকংয়ে বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশ ফুটবল দল। দলের সিনিয়র খেলোয়াড় সোহেল রানা বলেছেন, অনুশীলনের জন্য হংকং তাদের যে মাঠ দিয়েছে, সেটির অবস্থা বেহাল। মাঠ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে সোহেল রানা বলেন, ‘আমাদের যে এ জিনিসটা ফেস করতে হবে, এ জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েই আমরা এসেছি। প্র্যাকটিসের জন্য আমাদের যে মাঠ দিয়েছিল, আমাদের হোটেল থেকে ১ ঘণ্টা, তার থেকেও বেশি। মাঠের কথা আর কী বলব, মাঠ খুবই বাজে ছিল।’ হংকংয়ের বিপক্ষে গত ম্যাচের ভুল-ত্রুটিগুলো নিয়েই অনুশীলনে কাজ করেছেন কোচ কাবরেরা। হংকংয়ের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন খেলোয়াড়রা। সব মিলে হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কোনো প্রকার ভুল করতে চান না তারা। সোহেল রানা জানান, ‘পরবর্তী ম্যাচ আমরা কীভাবে খেলব বা আমাদের কী পরিকল্পনা থাকবে, আমাদের যে ভুলগুলো ছিল, এগুলো নিয়ে আমরা কাজ করছি। এ ভুলগুলো যেন আমরা পরবর্তী ম্যাচে আর না করি। এ জিনিসগুলোর দিকেই আমরা ফোকাস দিচ্ছি। আশা করি, হংকংয়ের বিপক্ষে আমাদের দেশে যে ম্যাচ খেলেছি, আমাদের ওই সামর্থ্য আছে তাদের হারানোর মতো। ইনশা আল্লাহ আমরা ম্যাচটি জিততে চাইব।’

অন্যদিকে, হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে কোচ কাবরেরার শুরুর একাদশ নিয়ে সমালোচনা হয়েছে। দলের সেরা খেলোয়াড়দের বেঞ্চে বসিয়ে রেখে একাদশ গঠন করেন স্প্যানিশ কোচ। শমিত, নবীন জায়ান, ফাহামিদুলকে প্রথম একাদশে রাখেননি কাবরেরা। এবার হংকংয়ের বিপক্ষে শুরুর একাদশেই তাদের একাদশে রাখার দাবি উঠেছে। তবে হংকংয়ের বিপক্ষে খেলার পরিকল্পনা অনুযায়ী কী একাদশ গঠন করেন বাংলাদেশ কোচ, সেটিই দেখার বিষয়।

অন্যদিকে, এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে হংকং। এবার ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে আরও একটি জয় তুলে নেওয়ার চেষ্টা করবে তারা। জানা গেছে, এক-দেড় ঘণ্টার মধ্যেই হংকং মাঠের ম্যাচের টিকিট বিক্রি হয়ে যায়। তাতে বুঝাই যাচ্ছে, মাঠভর্তি দর্শক সাপোর্ট পাবে হংকং। এটি তাদের ভালো খেলতে বাড়তি আত্মবিশ^াস জোগাবে।