ইউক্রেনীয় স্থলবাহিনীর গোয়েন্দা কমান্ডার ডেনিস ইয়ারোস্লাভস্কি দাবি করেছেন, ব্রিটিশ সামরিক শীর্ষ কর্মকর্তারা ২০২৮ সালে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস দিয়েছেন।
তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনকে এখন থেকেই সেই বৈশ্বিক সংঘাতের জন্য প্রস্তুতি নিতে হবে।
ইউক্রেনীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ইয়ারোস্লাভস্কি বলেন, ব্রিটিশ সামরিক কর্মকর্তারা বিশ্বাস করেন যে, ২০২৮ সালের সম্ভাব্য সেই সংঘাত পূর্ব ইউরোপকেও জড়িয়ে ফেলবে।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, রাশিয়া তার অগ্রযাত্রা থামাবে না, বরং ক্রমাগত চাপ বাড়াবে। এই পরিপ্রেক্ষিতে ইয়ারোস্লাভস্কি যুক্তি দেন, ইউক্রেনের এখনই ‘‘সমান্তরাল সেনাবাহিনী’’ গঠন ও অতিরিক্ত রিজার্ভ বাহিনী তৈরির প্রয়োজন।
তার মতে, ১৬ থেকে ১৮ বছর বয়সী তরুণদের নিয়োগ ও প্রশিক্ষণ অবিলম্বে শুরু করা উচিত, যাতে পাঁচ বছরের মধ্যে তারা দক্ষ ও প্রস্তুত সৈনিক হিসেবে দায়িত্ব নিতে পারে।
তিনি আরও জানান, এই লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা ইতোমধ্যেই তৈরি করা হয়েছে এবং তা ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে।