সারা দেশ থেকে সেরা খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী বিজ্ঞান প্রকল্প প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শেষ হলো ‘বিকাশ-বিজ্ঞান চিন্তা বিজ্ঞান উৎসব’ এর তৃতীয় আসর। বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার হিসেবে বই, ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, বিজ্ঞান চিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম এবং বিকাশের পক্ষে ইভিপি ও রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান হুমায়ূন কবীরও রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট সায়মা আহসান।

