ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

এলআর গ্লোবালের ৪ কর্মকর্তাকে ৫৯ কোটি টাকা জরিমানা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ১২:০২ এএম

মিউচুয়াল ফান্ডের তহবিল অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার দায়ে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চার কর্মকর্তাকে ৫৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানা করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এলআর গ্লোবালের কর্মকর্তাদের মধ্যে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে ৫০ কোটি টাকা, পরিচালক ও ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল কমিটির সদস্য জর্জ স্টক সিপিএ’কে ৪ কোটি টাকা, কোম্পানির হেড অব লিগ্যাল মনোয়ার হোসেনকে ৪ কোটি টাকা এবং প্রধান অর্থ কর্মকর্তা রোনাল্ড মিকিকে ১ কোটি টাকা জরিমানা করা হয়