ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

উত্থানের পুঁজিবাজারে পতনের প্রতিধ্বনি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১২:৫৩ এএম
  • টানা পাঁচ কার্যদিবস দরপতন 
  • মূল্যসূচক কমেছে ১৯১ পয়েন্ট
  • ডিএসইতে লেনদেন ৬১০ কোটি

দেশের পুঁজিবাজার দুই সপ্তাহ আগেও বেশ উত্থানে ছিল। ঢাকার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের সর্বোচ্চ রেকর্ড গড়ে হাজার কোটি টাকার লেনদেন। সেই পুঁজিবাজারে হঠাৎ পতনের পদধ্বনি।

ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সোমবার অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি দর, ইউনিটের দাম ও মূল্যসূচক কমেছে। গতকাল মিলে টানা পাঁচ কার্যদিবস দরপতন ঘটে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ১৯১ পয়েন্ট। লেনদেন হয়েছে মাত্র ৬১০ কোটি ৮৬ টাকা।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২০১টি প্রতিষ্ঠানের দর এবং ৮৩টির দাম অপরিবর্তিত। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। টানা পাঁচ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ১৯১ পয়েন্ট। এর আগে ডিএসইর প্রধান মূল্যসূচক ৪ হাজার ৬৭৭ পয়েন্ট থেকে দফায় দফায় বেড়ে ৫ হাজার ৫৩৬ পয়েন্টে ওঠে। ২৮ কার্যদিবসে এই উত্থান হয়। অর্থাৎ ২৮ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ে ৮৫৯ পয়েন্ট।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক গতকাল দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৭ পয়েন্টে অবস্থান করছে।

মূল্যসূচক পতনের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬১০ কোটি ৮৬ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৬০ কোটি ৬৪ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৫৯ কোটি ৭৮ লাখ টাকা।

এ লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির ২০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ২৮ লাখ টাকার। ১৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং।

এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে, সি পার্ল বিচ রিসোর্ট, রহিমা ফুড, বিচ হ্যাচারি, সিটি ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং সোনালী পেপার।