বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ১১:৪৯ পিএম

বাংলাদেশ সফরে টেলিনর সিইও

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ১১:৪৯ পিএম

বাংলাদেশ সফরে টেলিনর সিইও

বাংলাদেশ সফরে এসেছেন মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের মূল কোম্পানি নরওয়েভিত্তিক টেলিনরের প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

মঙ্গলবার গ্রামীণফোন কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, চলতি সপ্তাহে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেই বাজার ঘুরেছেন বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। পরিবেশক, খুচরা বিক্রেতা ও গ্রাহকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও আকাক্সক্ষার কথা শুনেছেন।

টেলিনর সিইও বলেন, ‘টেলিনরের সবচেয়ে গতিশীল বাজারগুলোর মধ্যে বাংলাদেশ একটি। এখানে এসে আমার জন্য প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই সব মানুষের সঙ্গে দেখা করা, যাদের আমরা প্রতিদিন সেবা দিচ্ছি। গ্রাহকদের সঙ্গে সরাসরি কথা বলে এবং গ্রামীণফোনের সহকর্মী ও পার্টনারদের সঙ্গে সময় কাটিয়ে আমি উপলব্ধি করেছি, কানেক্টিভিটি কীভাবে একটি সমাজজুড়ে সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। আমি বাংলাদেশের উদ্যম, উদ্ভাবন ও সম্ভাবনায় দারুণভাবে অনুপ্রাণিত।’

এর আগে ২০২৪ সালের ১৫ এপ্রিল টেলিনরের গ্রুপ সিইও ও প্রেসিডেন্ট সিগভে ব্রেক্কে বাংলাদেশ সফর করেন। দুই দিনের সফরে এসে সাংবাদিকদের সঙ্গে টেলিনরের সিইও নানা বিষয়ে কথা বলেন, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘গ্রুপ সিইও হিসেবে বেনেডিক্টের প্রথম বাংলাদেশ সফরে তাকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। গ্রাহক ও কর্মীদের সঙ্গে তার তাৎক্ষণিক সংযোগে আমাদের ব্যবসার মূল বিষয়টি প্রতিফলিত হয়েছে যে সবার আগে মানুষ। ব্যাবসায়িক কমিউনিটির সঙ্গে তার আলোচনা এবং আমাদের টিমকে দেওয়া তার অনুপ্রেরণা, আমরা যাতে দায়িত্ব ও উচ্চাকাক্সক্ষা নিয়ে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে নেতৃত্ব দিতে পারি, সেই সংকল্পকে আরও জোরদার করেছে।’

গ্রামীণফোন বলছে, সফরকালে বাংলাদেশের ব্যাবসায়িক সম্প্রদায় ও গ্রামীণফোন এন্টারপ্রাইজ গ্রাহকদের সঙ্গে সাক্ষাৎ করেন বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির অংশীদার হিসেবে টেলিনরের ভূমিকা ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। তিনি গ্রামীণফোন টিমের সঙ্গেও সময় কাটান। অফিস ফ্লোরে ঘুরে ঘুরে কর্মীদের সঙ্গে সরাসরি দেখা করেন। এরপর টাউনহল বক্তৃতায় টেলিনর গ্রুপ নিয়ে তার ভিশন এবং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিকে এগিয়ে নিতে গ্রামীণফোন কীভাবে পরবর্তী পর্যায়ের সল্যুশন নিয়ে আসতে পারে, সে বিষয়ে কথা বলেন তিনি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!