এদিকে বর্তমানে শেয়ারবাজারে যে বিনিয়োগকারীরা আছেন, তার মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১২ লাখ ৪১ হাজার ৪৭৬টি। গত ৩১ আগস্ট এই সংখ্যা ছিল ১২ লাখ ৩৫ হাজার ৮৯৮টি। অর্থাৎ, গত এক মাসে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব বেড়েছে ৫ হাজার ৫৭৮টি।
অপরদিকে, বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ২০টি। গত ৩১ আগস্ট এই সংখ্যা ছিল ৩ লাখ ৯১ হাজার ৯৭১টি। এ হিসাবে গত এক মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ১ হাজার ৪৯টি।
পুরুষ ও নারী বিনিয়োগকারীদের পাশাপাশি গত এক মাসে কোম্পানির বিও হিসাবও বেড়েছে। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৭ হাজার ৭৩১টি। গত ৩১ আগস্ট এই সংখ্যা ছিল ১৭ হাজার ৫৩২টি। এ হিসাবে এক মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৯৯টি।
বর্তমানে বিনিয়োগকারীদের যে বিও হিসাব আছে, তার মধ্যে একক নামে আছে ১১ লাখ ৮৮ হাজার ১৭টি, যা গত ৩১ আগস্ট ছিল ১১ লাখ ৮১ হাজার ৭৯৮টি। অর্থাৎ, গত এক মাসে একক নামে বিও হিসাবে বেড়েছে ৬ হাজার ২১৯টি।
অপরদিকে বিনিয়োগকারীদের যৌথ নামে বিও হিসাব আছে ৪ লাখ ৪৬ হাজার ৪৭৯টি। গত ৩১ আগস্ট যৌথ বিও হিসাব ছিল ৪ লাখ ৪৬ হাজার ৭১টি। অর্থাৎ, গত এক মাসে যৌথ বিও হিসাব বেড়েছে ১ হাজার ৪০৮টি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন