ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

অক্টোবরের ১২ দিনে রেমিট্যান্স বেড়েছে ১৯ শতাংশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০১:২৯ এএম

প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স প্রবাহে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ইতিবাচক গতি বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৮১ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ৯৯৩ মিলিয়ন ডলার থেকে প্রায় ১৮ দশমিক ৯ শতাংশ বেশি। গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। শুধু ১২ অক্টোবর এক দিনেই দেশে এসেছে ১৯৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স, যা সম্প্রতি সময়ের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য এক দিনের প্রবাহ বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।

চলতি অর্থবছরের (২০২৫-২৬) শুরু থেকে রেমিট্যান্স প্রবাহও বেশ শক্তিশালী রয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত সময়কালে দেশে এসেছে মোট ৮ হাজার ৭৮৭ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৭ হাজার ৫৩৬ মিলিয়ন ডলার থেকে প্রায় ১৬ দশমিক ৩ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি বা অনানুষ্ঠানিক চ্যানেলের দমন, প্রবাসীদের প্রণোদনা বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেল সহজ করা এই তিন কারণেই রেমিট্যান্সে এ ইতিবাচক গতি দেখা যাচ্ছে।

বিশ্লেষকরা মনে করেন, আসন্ন উৎসব মৌসুম ও মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান বৃদ্ধির প্রভাবে বছরের শেষ প্রান্তিকেও রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকতে পারে। তবে, বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা এবং প্রণোদনা নীতিতে ধারাবাহিকতা বজায় রাখা এখন প্রধান চ্যালেঞ্জ বলে তারা মনে করছেন। এ ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় থাকলে চলতি অর্থবছরে রেমিট্যান্সের অঙ্ক আবারও ২ হাজার কোটি ডলার (২০ বিলিয়ন) ছাড়াতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।