ফুল শুধু প্রকৃতির সৌন্দর্য কিংবা প্রিয়জনের উপহার হিসেবেই ব্যবহৃত হয় না। প্রাচীনকাল থেকেই ফুল আমাদের জীবনে রেখে আসছে ওষুধের মতো কার্যকর ভূমিকা। হোক তা আয়ুর্বেদ, ইউনানি বা লোকজ চিকিৎসা-সব ক্ষেত্রেই ফুলের নানা গুণাগুণ ব্যবহৃত হচ্ছে আমাদের সুস্থ জীবনযাপনে বিভিন্ন রোগের প্রতিকার ও প্রতিরোধে। বর্তমান যান্ত্রিক ভুবনে আমরা যখন যখন খুঁজে বেড়াই প্রাকৃতিক ও অর্গানিক চিকিৎসা, তখন ফুল-ভিত্তিক ভেষজ হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। তাই সবার জেনে রাখা উচিত ফুলের যত ভেষজ গুণ। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন আরফান হোসাইন রাফি।
গাঁদা
গাঁদা ফুল আমদের দেশের অতিপরিচত ফুল। তাই অধিকাংশ ঘরেই এ ফুলের দেখা মেলে। আলংকারিক সৌন্দর্যে এ ফুলের ব্যবহার করা হলেও গাঁদা শুধুই আলংকারিক সৌন্দর্যে থেমে নেই। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিসেপ্টিক উপাদান। কেটে যাওয়া, পুড়ে যাওয়া বা ফুসকুড়ি হলে গাঁদা ফুল পেস্ট করে ক্ষতস্থানে লাগালে দ্রুত আরাম মেলে। এ ছাড়া গাঁদার নির্যাস পোকামাকড় দূর করতেও ব্যবহৃত হয়।
গোলাপ
ত্বক ও মনের যতেœ গোলাপ ফুল অনন্য ভূমিকা রাখে। এ ছাড়া গোলাপের নির্যাস দিয়ে তৈরি হয় রোজওয়াটার, যা ত্বকের যতেœ অমূল্য। এটি প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে এবং ত্বকের জ্বালা, লালচে ভাব দূর করে। পাশাপাশি গোলাপের ঘ্রাণ মানসিক প্রশান্তি দেয়, উদ্বেগ ও বিষণœতা হ্রাসে কার্যকর। আয়ুর্বেদ মতে, গোলাপের পাঁপড়ি হালকা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়ক।
বেলি
আমরা প্রায় সময় মন ভালো করতে বেলি ফুলের ঘ্রাণ নিয়ে থাকি কিন্তু বেলি ফুলের মৃদু ও মিষ্টি ঘ্রাণ শুধু মন ভালোই করে না, বরং স্নায়ু শিথিল করে ঘুমের মানও বাড়ায়। বেলি ফুলের নির্যাস বা তেল মাথাব্যথা, দুশ্চিন্তা ও মানসিক অবসাদ কমাতে সাহায্য করে। অনেকে বেলি ফুল শুকিয়ে চায়ের সঙ্গে মিশিয়ে পান করেন, যা হালকা অবসাদও কাটায়।
শাপলা
শাপলা আমাদের জাতীয় ফুল, আবার একইসঙ্গে এটি ভেষজ গুণেও বেশ সমৃদ্ধ। শাপলার মূল ও বীজ হজমে সহায়ক, গ্যাস্ট্রিক ও আলসার কমায়। কিছু লোকজ চিকিৎসায় শাপলার পাতা পেস্ট করে চর্মরোগ ও প্রদাহ উপশমে ব্যবহার করা হয়। শাপলা চা রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক।
চামেলি
চামেলি বা জয়ফুলের ফুল এবং পাতার
নির্যাস পেটের গ্যাস, হজমের সমস্যা এবং পেট ফাঁপার ক্ষেত্রে বেশ উপকারী।
এর নির্যাস রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এ ছাড়াও চামেলির ঘ্রাণ উদ্বেগ প্রশমনে দারুণ কাজ করে।
কড়ি
কড়ি ফুল আমাদের চুল ও হৃৎপি-ের
উপকারে অনেক সহায়ক। এই ফুল চুলের যতেœ দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। হিবিস্কাস পেস্ট মাথার তালুতে লাগালে খুশকি কমে, চুল ঝরে পড়া রোধ হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এ ছাড়াও, এই ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ প্রতিরোধে সহায়ক।
অপরাজিতা
নীল অপরাজিতা ফুল দেখতে যতটা
দৃষ্টিনন্দন ঠিক ততটাই সমৃদ্ধ এর গুণাগুণ দক্ষতা। এটি ¯œায়ুবিক শক্তি বাড়াতে সহায়ক। গবেষণায় দেখা গেছে, অপরাজিতার নির্যাস মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং স্মৃতিভ্রংশ প্রতিরোধে কাজ করে। অনেকে নিয়মিত অপরাজিতা চা পান করেন স্ট্রেস কমাতে
ও মনোযোগ বাড়াতে।