মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


আরিয়ান স্ট্যালিন

প্রকাশিত: মে ৬, ২০২৫, ১২:৩৯ এএম

ভারতের চূড়ান্ত প্রস্তুতি আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

আরিয়ান স্ট্যালিন

প্রকাশিত: মে ৬, ২০২৫, ১২:৩৯ এএম

ভারতের চূড়ান্ত প্রস্তুতি আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

ছবি: রূপালী বাংলাদেশ

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এবার ফাত্তাহ সিরিজের সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান। ক্ষেপণাস্ত্রটি ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের মিডিয়া উইং সোমবার (৫ মে) এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। 

পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, তারা ১২০ কিলোমিটার (৭৫ মাইল) পাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর আগে শনিবার ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) পাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানায় ইসলামাবাদ। তবে পরীক্ষাগুলো কোথায় করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই পরপর দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান সেনাবাহিনী।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত ন্যাভিগেশন সিস্টেম ও নির্ভুলতা নিশ্চিত করা।’ এ প্রসঙ্গে এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষা এখন শক্ত হাতে রয়েছে। সফল এই প্রশিক্ষণ উৎক্ষেপণ জাতীয় নিরাপত্তার প্রতি সেনাবাহিনীর পূর্ণ প্রস্তুতির প্রমাণ।’

পেহেলগাম হামলার পরদিনই ভারত পাকিস্তানকে দোষারোপ করে ইসলামাবাদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিত, আতারি সীমান্ত ক্রসিং বন্ধ করা এবং কূটনৈতিক সম্পর্ক অবনতির ঘোষণা। জবাবে পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করে দেয় এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান গত শনিবার ৪৫০ কিমি রেঞ্জের “আবদালি” ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের কর্মকর্তারা এটিকে “খোলামেলা উসকানি” বলে মন্তব্য করেছেন।

এদিকে কাশ্মীর সীমান্তের ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দু’দেশের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। রোববার রাতে এই গোলাগুলির মাধ্যমে এ নিয়ে টানা ১১ দিন পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটল। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ। টানা ১১ রাত ধরে নিয়ন্ত্রণরেখাজুড়ে গোলাগুলি হচ্ছে। এনডিটিভির খবরে আরও বলা হয়, ৪ ও ৫ মে রাতে জম্মু ও কাশ্মীরের ৮টি স্থান কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি এবং আখনুরের বিপরীতে অবস্থিত পোস্টগুলো থেকে ছোট অস্ত্রের গুলিবর্ষণ করে পাকিস্তান। পরে ভারতীয় সেনাবাহিনী দ্রুত এর জবাবে পাল্টা গুলি চালায়।

পেহেলগাম হামলার ভারতের জবাব কী হতে পারে, তা নিয়ে চলছে জল্পনা। এরমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সোমবার সাক্ষাৎ করেছেন দেশটির প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য কড়া পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।  অন্যদিকে মোদিকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সোমবার মোদিকে ফোন করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

এদিকে কাশ্মীরের পেহেলগামের হামলাকে ভারতের ‘পূর্বপরিকল্পিত হামলা’ উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে বলেছেন, আমাদের (পাকিস্তান) নিয়ে দুশ্চিন্তা করবেন না, বরং অন্যদিকে (ভারত) মনোযোগ দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা শান্ত থাকব। সোমবার (৫ মে) ইসলামাবাদে পাকিস্তানি পররাষ্ট্র দপ্তরের অধীন সংস্থা ইনস্টিটিউট অব রিজিওনাল স্টাডিজের ‘রিজিওনাল ডায়লগ ২০২৫’ নামের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভারত-পাকিস্তানের মধ্যকার অভিন্ন নদী চেনাবের পানিপ্রবাহ বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। এর ফলে নদীটির ভাটিতে থাকা পাকিস্তান কতটা পানি পাবে, তা এখনো নিশ্চিত নয়। এ ছাড়া অপর এক অভিন্ন নদী ঝিলমের পানিপ্রবাহও বন্ধ করার কথা ভাবছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চেনাব নদীর ভারতীয় অংশে নির্মিত বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ঝিলম নদীর কিষাণগঙ্গা প্রকল্প থেকেও পানি সরবরাহ কমানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। সিন্ধু নদীর ফানি থেকে পাকিস্তানকে ‘এক ফোঁটাও’ পানি না দেওয়ার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, এটি তারই অংশ।

বিশ্লেষকরা বলছেন, সিন্ধু পানি চুক্তির মতো সংবেদনশীল বিষয়কে হাতিয়ার বানিয়ে ভারত-পাকিস্তানের সম্পর্কের বর্তমান সংকট আরও জটিল হয়ে উঠতে পারে। জলসম্পদকে রাজনৈতিক চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করলে দুই দেশের মধ্যকার আস্থার সংকট আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। 

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। সোমবার এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

গত রোববার করাচির বন্দরে ভিড়েছে তুরস্কের যুদ্ধজাহাজ। সোমবার পাকিস্তানের নৌবাহিনীর পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, দুই দেশের সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে তুরস্কের যুদ্ধজাহাজ টিসিজি বুয়ুকডা পাকিস্তানে পৌঁছেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ। 

এদিকে, এই ঘটনায় উদ্বিগ্ন ভারত বড় ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। বলা হয়েছে, ভারতের প্রত্যাঘাত সামাল দিতে বন্ধু দেশগুলোর সাহায্য চেয়েছে পাকিস্তান। তাদের বন্ধু তালিকায় সবার উপরে রয়েছে চীন ও তুরস্ক। সামরিক ক্ষেত্রে পাকিস্তানের অন্যতম বড় সাহায্যকারী দেশ তুরস্ক। আগেও পাকিস্তানকে আগোস্টা ৯০বি ক্লাস সাবমেরিনের আধুনিকরণ, ড্রোন-সহ অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়েছে তুরস্ক। তবে ভারতীয় বিশেষজ্ঞদের দাবি, বর্তমান পরিস্থিতিতে তুরস্কের যুদ্ধ জাহাজের আগমন সাধারণ বিষয় নয়।
 

Link copied!