কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও ভারত-পাকিস্তান সম্পর্কের সর্বশেষ অবস্থা সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেছে পাকিস্তান।
সোমবার (৫ মে) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ফোনে কথা বলেন।
ফোনালাপে তিনি ভারতীয় ‘ভিত্তিহীন অভিযোগ’ ও একতরফা পদক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে তুলে ধরেন।
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের একটি অফিসিয়াল ফেসবুক পোস্টে জানানো হয়, ‘পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিতের মতো একতরফা সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। তিনি জানান, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও চুক্তির পরিপন্থী।’
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ভারতের একাধিক নিরাপত্তা সদস্য নিহত হয়। ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে কিছু কঠোর কূটনৈতিক ও চুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে অন্যতম হলো বহু পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা।
পাকিস্তানের দাবি, এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক পানিচুক্তির পরিপন্থী। এ বিষয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে সময়মতো জানানো গুরুত্বপূর্ণ বলে মনে করে ইসলামাবাদ।
ফোনালাপে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, ‘সকল পক্ষের উচিত সংযম প্রদর্শন ও উত্তেজনা নিরসনে গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করা।’
তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এছাড়াও, দুই দেশের প্রতিনিধিরা বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার করেন এবং নিয়মিত উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
আপনার মতামত লিখুন :