লন্ডন থেকে বিদায় মূহুর্তে ছেলে তারেক রহমানের যত্ন নিতে নাতনী জায়মা রহমানকে দায়িত্ব দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ঢাকার উদ্দেশে রওনা হতে সোমবার (৪ মে) স্থানীয় সময় বিকালে যুক্তরাজ্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আসেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
তার সঙ্গে পুত্রবধু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও ফিরছেন।
ফলে লন্ডনে তারেক রহমানকে দেখবালের দায়িত্ব বুঝে দিতে ভুলেননি মা খালেদা জিয়া।
বিদায়কালে নাতনী জায়মার উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘বাবাকে কেয়ার করো।’
তখন মাথা নুয়ে জায়মা উত্তর দেন, ‘অবশ্যই।’
বিদায়কালে উপস্থিত অন্যদেরও বলতে শোনা যায়, ‘ভালো থাকো তোমরা। ভাইয়ার (তারেক রহমান) খেয়াল রেখো।’

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন