ঝিনাইদহে ফেসবুক পোস্টে ধর্ম অবমাননার অভিযোগে জ্যোতিষ আবু সাইদ ওরফে গুরুজি জ্যোতিষ সাইদকে আটক করা হয়েছে।
সোমবার (৫ মে) সকালে সাভার থানার জামসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা।
জোতিষ সাইদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি কাঞ্চনপুর উত্তরপাড়ার মৃত শফি উদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অভিযোগ উঠেছে, শুক্রবার নিজের ফেসবুকে মহান আল্লাহ ও নামাজের সময় মাথা নত করে সিজদাহ দেওয়া নিয়ে বিরুপ মন্তব্য করে ফেসবুকে পোস্ট দেন আবু সাইদ। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শনিবার রাত ৮টার দিকে ধর্মপ্রাণ মুসল্লিরা শহরের পাগলাকানাই মোড়ে বিক্ষোভ করেন।
সে সময় ওই এলাকার একটি মার্কেটে তার রাশিফল গণনা কার্যালয় ভাঙচুর করে ঘরের আসবাবপত্র ভেঙে ফেলেন বিক্ষুব্ধরা। এরপর রাস্তায় নিয়ে আগুন ধরিয়ে দেন।
পরে মিছিল নিয়ে কাঞ্চনপুর উত্তর পাড়ায় সাইদের বাড়ির সামনে গিয়ে তাকে গ্রেপ্তারসহ শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা সেখান থেকে ফিরে আসেন।
ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের উপ-পরিদর্শক খালিদ হাসান জানান, সাইবার ইউনিটসহ সদর থানার উপ-পরিদর্শক রোকনুজ্জামান নিয়ে যৌথভাবে অভিযান শুরু করি। সোমবার ভোররাত ৪টার দিকে তাকে আটক করা হয়।
পরে ইসমাইল হোসেন বেলালী নামের এক ব্যক্তি সকাল সাড়ে ১০টার দিকে বাদী হয়ে জ্যোতিষ সাইদকে আসামি করে মামলা করেন।
সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :