জামালপুরের সরিষাবাড়ীতে বাপ্পী মিয়া (১৪) নামে এক মাদ্রাসাছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বলারদিয়ার মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাপ্পী পাটাবুগা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতের খাবার খেয়ে বাপ্পী নিজ ঘরে ঘুমাতে যায়। পরদিন ভোরে পরিবারের সদস্যরা ডাকতে গিয়ে দেখতে পান সে ঘরের আঁড়ার সঙ্গে রশিতে ঝুলছে। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ নিচে নামানো হয়।
বাপ্পীর বাবা কালু মিয়া বলেন, ‘ছেলের এমন কাজের কোনো কারণ বুঝে উঠতে পারছি না।’
সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, পরিবারের অনুরোধে এবং লিখিত অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :