জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রূপালী বাংলাদেশেকে বলেন, নির্বাচন ইস্যুতে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, তিনি কথা রাখবেন। ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন।
তিনি বলেন, নির্বাচনের জন্য এ দেশের মানুষ প্রাণ দিয়েছে। কারণ মানুষ পার্লামেন্টের মধ্য দিয়ে একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায়। এ নিয়ে মনে করি কোনো সমস্যা নেই। দেশে এবং বিদেশে বসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা সৃষ্টির অনেক চেষ্টা হয়েছে। তবে প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক অস্থিরতা কেটে যাবে বলে আশা করি।
এদিকে, নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভাষণে বলেন, নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে। সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান-এই তিনটিই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
তিনি আরও বলেন, ‘এবার আমাদের সর্বশেষ দায়িত্ব নির্বাচন অনুষ্ঠান আয়োজনের পালা। আজ (গতকাল) এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।’