ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

ফেব্রুয়ারিতে নির্বাচন ইতিবাচকভাবে দেখছে রাজনৈতিক দলগুলো

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১২:৪০ এএম

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হতো বলে জানিয়েছেন কয়েকটি দলের নেতারা। গতকাল মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের সময়সূচি ঘোষণার পর তাৎক্ষণিক পতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। 
গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রূপালী বাংলাদেশকে বলেন, নির্বাচনের প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানাই। ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচন আয়োজনের যে ঘোষণা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আমরাও চাই দ্রুত নির্বাচন হোক। জুলাই অভ্যুত্থানের পর জাতীয় জীবনে শান্তি-শৃঙ্খলা ফিরে আসা, অর্থনীতিতে গতিশীলতা এবং সংকট দূর করার জন্য এমন সিদ্ধান্ত শুভ ইঙ্গিত করে। 


তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) কাছে চিঠি পাঠালে তা আরও স্পষ্ট হবে। একই সঙ্গে যে বিষয়গুলো প্রয়োজন, নির্বাচনের জন্য সেগুলো যথাযথভাবে প্রস্তুত করা জরুরি।


ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা এক ধাপ অগ্রগতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, আমরা এখনো মনে করি, এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা যুক্তিসঙ্গত হবে। একই সঙ্গে আমরা জানতে চাই, কবে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। কারণ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।


নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সময়সীমা ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন বলে জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রূপালী বাংলাদেশকে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে একটা অস্পষ্টতা, সন্দেহ ও অবিশ্বাস কাজ করছিল। এই ঘোষণার পরে সেটার অনেকখানি অবসান হবে বলে আমি মনে করি। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মনস্তান্তিক দূরত্ব কাজ করিছল। এই ঘোষণার পর এটাও কিছুটা ঘুচবে। 


ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় এবি পার্টি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জানাই।


এ বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, গণতান্ত্রিক দেশে নির্বাচন প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানাই। প্রধান উপদেষ্টা যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন, তবে এই সময়ের মধ্যে জুলাইয়ের আকাক্সক্ষা, সংস্কারসহ বিচারকাজ দৃশ্যমান না হলে নির্বাচনের মধ্য দিয়ে আবারও ফ্যাসিবাদ তৈরির পূর্বের ধারা অব্যাহত থাকবে।